আজকের বার্তা
আজকের বার্তা

চরফ্যাশনে পরিবেশ বান্ধব খামার পদ্ধতি প্রশিক্ষণ অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ চরফ্যাশনে পরিবেশ বান্ধব খামার পদ্ধতি প্রশিক্ষণ অনুষ্ঠিত
Spread the love

চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে দক্ষিণ চর আইচা ৬ নাম্বার ওয়ার্ডে খোকন মাঝীর বাড়িতে পরিবেশ-বান্ধব খামার পদ্ধতির মাধ্যমে কৃষি নিবিড় করণের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (টিএআরআই) রহমতপুর বরিশাল ডা. বিমল চন্দ্র কুন্ডু বলেন, সবজি ও ফল চাষ করলে কৃষকগণ আরো অধিক লাভবান হবে। এতে পুষ্টির চাহিদা মিটানোর সাথে সাথে কৃষকদের স্বনির্ভরতা সামাজিক উন্নয়ন তথা দেশের উন্নয়ন সাধিত হবে।এরং করোনাকালীন সময় বলা হয়েছে বেশি বেশি শাকসবজি ও ফলমূল খাওয়ার জন্য এতে করোনা প্রতিরোধে ক্ষমতা বাড়বে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক ডা. মো. আলিমুর রহমান। আরো উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ও উপ সহকারী কৃষি কর্মকর্তা দক্ষিণ আইচা মো. লোকমান হোসেন সহ অংশগ্রহণকারী ২৫ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।