আজকের বার্তা
আজকের বার্তা

ইউজিসি’র এপিএ মূল্যায়নে পবিপ্রবি ১৪তম


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২২ ১:১৯ অপরাহ্ণ ইউজিসি’র এপিএ মূল্যায়নে পবিপ্রবি ১৪তম
Spread the love

ডেস্ক রিপোর্টারঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ২০২১-২০২২ অর্থ বছারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪তম স্থান অর্জন করেছে। ফলাফল মূল্যায়নে বিশ্ববিদ্যালয়টি ৭৬.৯৬ নম্বর পায়।

আজ শুক্রবার জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোট ৬টি বিষয়ের উপর ১০০ নম্বরের ভিত্তিতে ইউজিসি এই তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে কৌশলগত উদ্দেশ্য সমূহের ক্ষেত্রে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ক্ষেত্রে ১০, ই গভর্নেন্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩, এবং তথ্য অধিাকার কর্মপরিকল্পনায় ৩ নম্বর ধরা হয়েছে।ৎ

মমিন উদ্দিন রানা/আজকের বার্তা