আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, এক মাসে ১৩ হাজার 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ বরিশালে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, এক মাসে ১৩ হাজার 
নিজস্ব প্রতিবেদক ॥
দিনে দিনে বরিশালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। মহামারি করোনাকালে হঠাৎ করে বিভাগজুড়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৯৩ জন এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তথ্যানুযায়ী, গেলো ওই সাড়ে তিন মাসে বিভাগের ছয় জেলার মধ্যে বরিশালে তিন হাজার ২১৭, পটুয়াখালীতে পাঁচ হাজার ৯২০, ভোলায় ছয় হাজার ৬০৬, পিরোজপুরে তিন হাজার ৪৮৬, বরগুনায় চার হাজার ৪০ ও ঝালকাঠিতে দুই হাজার ৪২৪ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন।  আর হিসাব বলছে, মোট আক্রান্তের মধ্যে গেলো এক মাসে সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। যেখানে সাড়ে তিন মাসে মোট আক্রান্তর সংখ্যা ২৫ হাজার ৬৯৩, সেখানে গেলো এক মাসেই আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮৯৬ জন। অর্থাৎ অর্ধেকের বেশি রোগী আক্রান্ত হয়েছেন গেলো এক মাসে। আবার মাসিক হিসেবে অনুযায়ী, গত এক মাসের মধ্যে সব থেকে বেশি অর্থাৎ তিনভাগের এক ভাগ রোগী আক্রান্ত হয়েছে গেলো সপ্তাহে। হিসেবে অনুযায়ী গেলো এক মাস অর্থাৎ ৩০ দিনে যেখানে ১২ হাজার ৮৯৬ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়েছে সেখানে গেলো সপ্তাহে ৪ হাজার ৫৭৭ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং গেলো সপ্তাহেই বিভাগে ডায়রিয়া আক্রান্ত হয়ে তিনজন রোগী মৃত্যু বরণ করেছেন।  যার মধ্যে ঝালকাঠি জেলায় এক জন ও বরিশাল জেলায় এক জন রয়েছেন। বরিশাল জেলায় মৃত্যুবরণ করা ২ জনের বাড়িই বাকেরগঞ্জ জেলায়।  বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের একটি পরিসংখ্যান বলছে, ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য প্রতিবছর এ সময়টাতে আলাদা প্রস্তুতি থাকে স্বাস্থ্য বিভাগের। তবে বর্তমান সময়ে বিগত দিনের থেকে আক্রান্তের সংখ্যাটা একটু বেশিই। বিভাগ জুড়ে ডায়রিয়া রোগীর চিকিৎসায় ৪০৬টি টিম কাজ করছে।  এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহাকরী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বাংলানিউজকে জানান, চলতি মাসের শুরু থেকে করোনার পাশাপাশি বরিশালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। মূলত সব জেলায় আক্রান্তের সংখ্যাই বেশি। এ থেকে রোধ পেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে সবাইকে নিরাপদ খাবার গ্রহণ ও বিশুদ্ধ পানি পান করতে হবে।  আর ডায়রিয়া রোধে সবাইকে আরও সচেতন হওয়ার পাশাপাশি আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107