আজকের বার্তা
আজকের বার্তা

২৮৯ আসনে জাপার প্রার্থী ঘোষণা


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ ২৮৯ আসনে জাপার প্রার্থী ঘোষণা
Spread the love

বার্তা ডেস্ক ॥ দেশের তিনশ আসনের মধ্যে ২৮৯টিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে মহাসচিব মুজিবুল হক চুন্নু।

প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের মহাসচিব কিশোরগঞ্জ-৩ আসনে এবারও লড়বেন। এছাড়া ঢাকার প্রায় সব আসনে প্রার্থী দিয়েছে দলটি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনসহ কয়েকটি আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। এছাড়া দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি।

১১টি আসনে প্রার্থী ঘোষণা না করার ব্যাপারে জাপা মহাসচিব বলেন, এসব আসনে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। প্রয়োজন হলে পরে প্রার্থী ঘোষণা করা হবে।

চুন্নু জানান, বর্তমান সংসদে জাতীয় পার্টির যারা সংসদ সদস্য তাদের প্রায় সবাইকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। তবে পিরোজপুর-৩ আসনে রুস্তম আলী ফরাজীকে দল মনোনয়ন দেয়নি। এছাড়া মশিউর রহমান রাঙ্গকে দল থেকে বহিষ্কার করায় তাকেও মনোনয়ন দেওয়া হয়নি।

লাঙ্গল প্রতীকের প্রার্থী যারা

ঢাকা-১৭ এবং‌ রংপুর-৩ আস‌নে দলের চেয়ারম্যান জি এম কা‌দের।

 

ঢাকা-১ অ্যাডভোকেট সালমা ইসলাম
ঢাকা-২ শাকিল আহমেদ
ঢাকা-৩ মনির সরকার
ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা
ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ

ঝালকাঠি-১ মো. রেজাউল হক
মুন্সীগঞ্জ-২ মো. জয়নাল আবেদীন

বরিশাল-১ সেরনিয়াবাত সেকেন্দার আলী
বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ
বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু
বরিশাল-৪ মো. মিজানুর রহমান
বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস
বরিশাল-৬ নাসরীন জাহান রত্না

ঝালকাঠি-১ মো. এজাজুল হক
ঝালকাঠি-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার

পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম
পিরোজপুর-২ খলিলুর রহমান খলিল
পিরোজপুর-৩ মারশেকুল আজম রবি

টাঙ্গাইল-১ মো. আলী
টাঙ্গাইল-২ মো. হুমায়ুন কবীর তালুকদার
টাঙ্গাইল-৩ মো. আব্দুল হালিম
টাঙ্গাইল-৪ মো. লিয়াকত আলী
টাঙ্গাইল-৫ মো. মোজাম্মেল হক
টাঙ্গাইল-৬ মো. আবুল কাসেম
টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির
টাঙ্গাইল-৮ মো. রেজাউল করিম

পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমীন হাওলাদার

নীলফামারী-৪ আহসান আদিলুর রহমান

লালমনিরহাট-১ হাবিবুল হক বসু মিয়া

লালমনিরহাট-২ মো. দেলওয়ার হোসেন

লালমনিরহাট-৩ জাহিদ হাসান।