আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি করায় জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৬, ২০২২ ২:০৪ অপরাহ্ণ বরিশালে মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি করায় জরিমানা
Spread the love

স্টাফ রিপোর্টার \ বরিশাল নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

মঙ্গলবার দুপুরে নগরীর সদররোড, হাসপাতাল রোড ও প্যারারা রোড এলাকায় এই অভিযান চালায় তারা।

 

বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক অপূর্ব অধিকারী জানান, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে জেনারেল ডিজিটাল মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার ও স্যাম্পল ঔষধ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রির অপরাধে ৫টি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ আর সংরক্ষন করবে না বলে জানান অভিযুক্তরা।