আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৭, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Spread the love

বার্তা ডেস্ক ॥
বরিশালে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করা এবং বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৪শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজার, কাঠপট্টি, সদর রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের ভ্রাম্যমাণ আদালত চকবাজার, নতুন বাজার ও নথুল্লাবাদ এলাকায় ৮ জনকে স্বাস্থ্যবিধি না মানায় ১ হাজার ৬শ এবং মূল্য তালিকা না থাকায় একটি ফলের দোকান থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের ভ্রাম্যমান আদালত নগরীর পুলিশ লাইন রোড ও বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা এবং এক পোষাকের দোকান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।