আজকের বার্তা
আজকের বার্তা

পায়রা সেতু আমাদের মর্যাদা ও জমির দাম বাড়িয়েছে


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ ১২:৩৪ পূর্বাহ্ণ পায়রা সেতু আমাদের মর্যাদা ও জমির দাম বাড়িয়েছে
Spread the love

বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের স্বপ্নের পায়রা সেতু (লেবুখালী সেতু) আমাদের গ্রামের মানসম্মান বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের বুকে নতুন করে পায়রা এলাকাকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঋণ কোনদিনই পায়রা বাসী শোধ করতে পারবে না।

উদ্বোধনের সাথে সাথেই প্রতিদিন কয়েক হাজার মানুষ পায়রা সেতু একনজর দেখতে আসছে। এতে করে এখানকার ব্যবসা বাণিজ্যের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে পায়রা সেতুতে দুই মেয়েসহ ঘুরতে এসে এমনটাই জানিয়েছেন পায়রা সেতু এলাকার বাসিন্দা মোক্তার হোসেন সিরাজী।

স্থানীয় খালেক কবিরাজ নামে আরেক বৃদ্ধ বলেন,পায়রা সেতুটির কাজ শুরুর হওয়ার পর থেকেই এখানকার জমিজমার দাম অনেক বাড়ছে। এখন তো আরো বাড়বে। তাই আমরা স্বাবলম্বী হচ্ছি।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার বন্ধের দিনে সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ পায়রা সেতু দেখতে আসেন। কিন্তু বিকেলে সেতুর উপরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই আবার সেতুতে ঘুরে কুয়াকাটার দিকে যাচ্ছে। আবার কুয়াকাটা থেকে ফিরতি পথেও পায়রা সেতুর উপর অবস্থান করছে সেতুর আলোকসজ্জা দেখতে। তবে পায়রা সেতু দেখতে দিনের চেয়ে রাতের সৌন্দর্য উপভোগ করার মতো।

সব মিলিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতুতে পুরাপুরি যানচলাচল শুরু হলে গোটা দক্ষিণাঞ্চলবাসীর মাঝে বাঁধভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাস বইছে।

উল্লেখ, গত রোববার (২৪ অক্টোবর) সকালে গনভবন থেকে ভার্চুয়ালি সংযুক্তির মাধ্যমে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপরে সেতুটির যানচলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪৭০ মিটার দীর্ঘ পায়রা সেতুটিতে মোট ৩৩৮ টি পাইলের উপর ৩২ টি স্প্যান বসানো হয়েছে।

মোট ১ হাজার ৪৪৭ কোটি টাকা ব্যয়ে পায়রা সেতুটিতে হেলথ মনিটরিং সিস্টেম চালু ও এক্সটা ডোজেইড ক্যাবল স্টাইলেড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা বাংলাদেশের সেতুর জগতে প্রযুক্তি।