আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ওজন পরিমাণে কম দেয়ার অপরাধে ১ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৮, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ বরিশালে মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ওজন পরিমাণে কম দেয়ার অপরাধে ১ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
Spread the love

বার্তা ডেস্ক ॥
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে তারি ধারাবাহিকতায় গতকাল ৮ মে শনিবার বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও নিশাত ফারাবী। আজ বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন এলাকায় কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর লঙ্ঘন করে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ সুজন (২০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং কোস্ট গার্ডের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। পাশাপাশি সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন, লকডাউন কার্যকর করা এবং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মহানগরীর বাংলা বাজার, পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও নিশাত ফারাবী। এ সময় ওজনে কম দাওয়ায় ও ওজন পরিমাপক যন্ত্রে ত্রুটি থাকার অপরাধে ৪ জন ব্যবসায়ীকে মোট ১৫,০০০ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।