খুঁজুন
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

পুনরায় ভূমিকম্পের ঝুঁকি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
পুনরায় ভূমিকম্পের ঝুঁকি

গতকালের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর আজ শনিবার ফের দুবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন সকালে ৩.৩ মাত্রা এবং সন্ধ্যায় ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়। আজকের এই কম্পনগুলোকে ‘আফটার শক’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম। ণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, মাটির দুর্বল গঠনের কারণেই গতকালের ভূমিকম্পে কম্পন বা ঝাঁকুনি বেশি সময় ধরে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর পরবর্তী ৭২ ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে মো. মমিনুল ইসলাম বলেন, গতকাল যে ৫.৭ মাত্রার বড় ধরনের ভূমিকম্প হলো সেটার পরে আজকের দুটি ঘটনা আফটার শক। সাধারণত আফটার শকে আগের মাত্রার চেয়ে অন্তত ১ পয়েন্ট কম মাত্রা হয়। তাই ৭২ ঘণ্টার মধ্যে এমন আফটার শক ঘটতে পারে। আতঙ্কিত না হয়ে শকের সময় নিরাপদে থাকাটা গুরুত্বপূর্ণ।

রিখটার স্কেলে গতকালের ভূমিকম্পের মাত্রা ৬-এর নিচে থাকলেও এর স্থায়িত্ব ও তীব্রতা বেশি অনুভূত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গতকাল মাত্রা ৬ এর নিচে হলেও ওয়েভ (কম্পন) বেশি সময় স্থায়ী এবং ঝাঁকি বেশি হওয়ার কারণ, আমাদের এই অঞ্চলের মাটির গঠন কিছুটা দুর্বল। অপেক্ষাকৃত মাটির গঠন দুর্বল হলে শক বেশিক্ষণ স্থায়ী হয়।

তিন দফায় এই কম্পনগুলো বাংলাদেশকে পুনরায় ভূমিকম্পের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে তিনি বলেন, আমাদের এই অঞ্চল ভূমিকম্পের অধিক ঝুকিপূর্ণ। এজন্য আমাদের ভবন নির্মাণে অধিক সচেতন ও বিল্ডিং কোড মেনে চলতে হবে। আমাদের খোলা মাঠ, পার্ক সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে ভবন সংলগ্ন রাস্তাগুলোকে সুপ্রশস্থ করতে হবে।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিত তাঁর স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

 

এবার শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
এবার শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে ইতোপূর্বে বরিশালে সর্বস্ব হারিয়েছেন বেশ কয়েকজন। এবার ঘটেছে আরও ভয়ংকর ঘটনা। শয়তানের নিশ্বাস ছড়িয়ে ২৭ বছর বয়সী গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। মামলায় ঢাকার মোহাম্মদপুরের রাসেল নামের এক যুবককে আসামি করা হয়েছে।

বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার ওই গৃহবধূকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ডাকা হয়। গত ১২ নভেম্বর ওই গৃহবধূ তার নবজাতক সন্তানকে নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে গেলে শয়তানের নিশ্বাস ছড়িয়ে নবজাতকসহ তাকে ঢাকায় নিয়ে যায় চক্রের সদস্যরা। ওইদিন থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আটকে রেখে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে। ওই নারী কৌশলে বিষয়টি ১৯ নভেম্বর তার স্বামীকে জানান। পরে স্বামী ঢাকায় গিয়ে গৃহবধূকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসেন।

থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে শহীদ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচর নামক পাতাবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শহীদ খা (৬৫) হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত জয়নাল খাঁ এর ছেলে। তিনি হোগলা পাতার ব্যবসা করেন। শহীদের মরদেহের মুখ থেঁতলানো, হাত বিচ্ছিন্ন, পেটকাটা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। শহীদের ছেলে খবির হোসেন বলেন, আমার বাবা ২২ দিন আগে গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচরে হোগলা পাতা কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। চরে গিয়ে আমাদের জানান, তিনি পাতা কাটছেন। হঠাৎ গত ৩ দিন তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যে নম্বর দিয়ে এতদিন যোগাযোগ করেছিলেন সে নম্বরটি বন্ধ বলছে। তাতে আমাদের মনে টেনশন দেখা দেয়। বৃহস্পতিবার সকালে ওই চরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে থানা পুলিশ এসআই জহিরুল ইসলাম ও এসআই সুজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে লাশটি ৩-৪ দিন আগের হবে। শরীরে পচন ধরেছে।

এদিকে শহীদের সঙ্গে পাতা কাটতে যাওয়া সালাউদ্দিন বিষয়টি নিয়ে কাউকে কিছু বলছেন না। লাশ উদ্ধারের পর সালাউদ্দিন অসুস্থ দাবি করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শহীদ খার মুখমণ্ডল থেঁতলানো ছিল, হাত বিচ্ছিন্ন, পেটকাটা ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।