আগামীকাল থেকে চরমোনাই’র বার্ষিক মাহফিল শুরু
আগামীকাল ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ঐতিহাসিক চরমোনাই মাহফিলের অগ্রহায়ণ পর্ব। এদিন বুধবার বাদ যোহর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এ মাহফিল শুরু হবে। দেশব্যাপী লাখো মুসল্লি আত্মশুদ্ধির জন্য চরমোনাইতে আসছেন। ইতোমধ্যেই অনেক মুসল্লি চরমোনাই ময়দানে অবস্থানও করছেন এবং কাফেলাবদ্ধ মুসল্লির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
এ মাহফিলের জন্য বিশালাকারের জায়গাও প্রস্তুত করা হয়েছে, যেখানে মুসল্লিদের জন্য বেশ কয়েকটি মাঠ নির্ধারণ করা হয়েছে। তিন দিনব্যাপী এই মাহফিলে বয়ান পেশ করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম সহ দেশ-বিদেশের খ্যাতিমান উলামায়ে কেরামগণ। আসন্ন জাতীয় নির্বাচন সামনে থাকায় এ মাহফিল অন্যান্য বারের চেয়ে অধিক গুরুত্ব বহন করবে বলে ধারণা করা হচ্ছে।
এ মাহফিলে ইসলামের মৌলিক শিক্ষা, মূল্যবোধ এবং সমাজে ইসলামের প্রভাব নিয়ে আলোচনা করা হবে। চরমোনাই মাহফিল মূলত একটি আত্মশুদ্ধির আয়োজন, যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে, সামাজিক ও রাজনৈতিকভাবে এ মাহফিলের বিশেষ ভূমিকা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উলামায়ে কেরাম এবং আন্তর্জাতিক ইসলামী নেতাদের উপস্থিতি মাহফিলের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়ে থাকে। মাহফিলের সুষ্ঠু এবং নিরাপদ আয়োজনের জন্য ইতোমধ্যেই মাহফিল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। চরমোনাই মাহফিলের জন্য বরিশাল জেলা পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে, যাতে মুসল্লিগণ সাচ্ছন্দ্যে মাহফিলে আসতে পারেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
এ বছর তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিনে, শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিলের সমাপ্তি হবে। এ মোনাজাতের মাধ্যমে মুসল্লিরা দেশ ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করবেন।

আপনার মতামত লিখুন
Array