আজকের বার্তা
আজকের বার্তা

চরবাড়িয়ার আমিরগঞ্জ বাজারে সরকারী সম্পত্তি দখল করে স্টল নির্মাণ


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ চরবাড়িয়ার আমিরগঞ্জ বাজারে সরকারী সম্পত্তি দখল করে স্টল নির্মাণ
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে সরকারী সম্পত্তি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক ভূমিদস্যু চক্রের যোগশাজসে স্টল নিমাণ কাজ চালিয়ে আসছে নূরুল খায়ের, নুরুল কবির, নুরুল ইসলাম ওরফে মিরাজ মল্লিক, মারুফ মল্লিক। এই সরকারি সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণের শুরু থেকেই প্রতিবাদ করে আসছেন স্থানীয় সচেতন মহল। প্রতিবাদকারীরা হলো গোলাম কারিকর, মো: আব্দুর রাজ্জাক, মো: বাদশা কারিকর, লিপি বেগম, সেলিম কারিকর, রাসেল মোল্লা, রফিকুল ইসলাম, খালেক মেম্বর, হারুন সিকদার। সরকারি সম্পত্তি দখলের প্রতিবাদ করতে গিয়ে ভূমিদস্যু চক্রের রোষানলে পড়েন প্রতিবাদকারীরা। তারা এখন জীবনের চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছেন বলে জানিয়েছেন। তাদের ভাষ্য, সরকারী সম্পত্তি দখল করে স্টল নির্মাণ কাজের শুরু থেকেই স্থানীয় লোকজন প্রতিবাদ করে আসছেন। কিন্তু ওই ভূমিদস্যু চক্র আইন কানুনকে পাত্তা না দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ওই সম্পত্তিতে স্টল নির্মাণের সঙ্গে আমিরগঞ্জ বাজার সমিতির সভাপতি ইটালী শহিদ জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে ইটালী শহীদ এই অনিয়ম কাজের শেল্টার দিচ্ছেন। প্রতিবাদকারীরা বলছেন, ভূমিদস্যু চক্রের নানান কায়দার হুমকী ধামকীতে আমরা জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছি। এ অবস্থা থেকে পরিত্রান পেতে এলাকাকাবাসী জেলা প্রশাসকের আশু দৃষ্টি কামনা করেছেন। এছাড়া সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর আশু দৃষ্টি কামনা করেছেন তারা। এসব বিষয়ে চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের কাছে সেলফোনে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।