বরিশাল পোর্ট রোডে ইজারা নিয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ: আহত ৩
বরিশাল শহরের পোর্ট রোড বাজারে ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল এ সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় শ্রমিকও ছিলো বলেও জানা গেছে। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পোর্ট রোড বাজারের ইজারা ও ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে রয়েছে বিএনপি নেতা সোবাহান ও কামাল শিকদারের নেতৃত্বাধীন দুই গ্রুপ। শনিবার সকালে সোবাহানপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (ইওডঞঅ) ঘাটে অবস্থান নেয়। এরপরই কামাল শিকদারের নেতৃত্বে অপরপক্ষ সেখানে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই শতাধিক লোকজন চাপাতি, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এতে ইওডঞঅ’র ইজারাদার খলিল, লিটন ও মেহেদী আহত হন।
পাল্টাপাল্টি হামলার কারনে স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়, বাজার এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার পরপরই উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
আব্দুস সোবাহান বলেন, কামাল শিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে প্রতিহত করার চেষ্টা করি।
অপরদিকে কামাল শিকদার বলেন, সোবাহান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন।
পোর্ট রোড এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশনের ইজারাদার পক্ষ দীর্ঘদিন ধরেই বাজারটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। পূর্বের বিরোধ থেকেই এ পরিকল্পিত হামলার সূত্রপাত হয় বলে তারা মনে করেন। একজন স্থানীয় ব্যবসায়ী জানান, প্রতিদিনই ছোটখাটো ঝামেলা হচ্ছিল। আজকের ঘটনা পুরো বাজারকে আতঙ্কিত করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো পোর্ট রোড এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আজকের বার্তাকে জানান, ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আপনার মতামত লিখুন
Array