খুঁজুন
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

‎বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনের সমর্থনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
‎বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনের সমর্থনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ আসনে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই অংশ হিসেবে আজ বিকেল ৩টায় উজিরপুরের বামরাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনকে সমর্থন জানিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

‎সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ডা. তোফাজ্জল হোসেন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিন।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান, অধ্যক্ষ মোবারক আলী ফারুকী, মাওলানা ইলিয়াস হোসেন মমিনি প্রমুখ। বক্তারা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও ইসলামপন্থী নেতৃত্ব এখন সময়ের দাবি। ইসলামী আন্দোলনের প্রার্থীগণ দেশপ্রেম, সততা ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নেছার উদ্দিন বলেন, “যুবসমাজ এখন পরিবর্তন চায়। তারা আগামী নির্বাচনে ইসলামকেই বেছে নেবে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে উজিরপুর ও বানারীপাড়ার অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, মাদক নির্মূল এবং সেবা–নির্ভর রাজনীতি প্রতিষ্ঠাকে তিনি প্রধান অগ্রাধিকার দেবেন।

‎মতবিনিময় সভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সভাস্থলে জনসাধারণের ব্যাপক উপস্থিতি ইসলামী আন্দোলনের প্রার্থী নিয়ে এলাকার তৃণমূলের আগ্রহকে স্পষ্ট করে তোলে।

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: হরিণের চামড়া ও ৩ কেজি মাংস জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: হরিণের চামড়া ও ৩ কেজি মাংস জব্দ

বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ কেজি হরিণের মাংস ও দুইটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ নভেম্বর) রাত ১০ টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা হরিণঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে জব্দ করা হয় হরিণের মাংস ও চামড়া।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানান, জব্দকৃত মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ডিসেম্বরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ডিসেম্বরে

ডিসেম্বর মাস থেকে করাচি ও ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন, মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করতে পারে। তার মতে, এই উদ্যোগ দুদেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগেও নতুন গতি যোগ করবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানান, দুদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশের অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে।  এতে দুদেশের মানুষের যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে।

বাণিজ্য সম্ভাবনার বিষয়ে হাইকমিশনার বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, খুব শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো সার্ভিস চালু করা হবে। গত ডিসেম্বর থেকে আংশিক কার্গো সেবা চালু থাকলেও বাণিজ্যের পরিমাণ বাড়ায় এখন একটি সরাসরি রুটের প্রয়োজন দেখা দিয়েছে।

 

শিক্ষা খাতে সহযোগিতার প্রসঙ্গে ইকবাল হুসাইন খান বলেন, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাবে। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন, যার লক্ষ্য হবে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে উচ্চশিক্ষায় আকৃষ্ট করা। তিনি পাকিস্তানের পর্যটন সম্ভাবনা ও দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের কথাও উল্লেখ করেন।

এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল সভায় বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন দীর্ঘদিনের। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি আরও বাড়াতে পারে এবং তৈরি পোশাক খাতে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা নিতে পারে। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতেও সহযোগিতার সুযোগ রয়েছে।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার, যা আগামী কয়েক বছরে ৩ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। সাইগল বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও গতি পাবে। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এলসিসিআই ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি আরও জানান, খুব শিগগিরই এলসিসিআই–এর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।

তিন পদে ৮২৬ বিচারকের পদোন্নতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
তিন পদে ৮২৬ বিচারকের পদোন্নতি

অধস্তন আদালতের বিচারকদের বড় সংখ্যায় পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে একসঙ্গে ৮২৬ বিচারককে পদায়ন ও বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত বদলি ও পদোন্নতির পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতির পর তাদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে।

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ/বদলি করা হলো।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া বিচারকদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।