শিরীনসহ ১০ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দল। শনিবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গত বছরের ১১ আগস্ট তাকে কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পরে তার ব্যাখ্যা ও আবেদন বিবেচনা করে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। ফলে তিনি পুনরায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করবেন। একই দিনে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে স্থগিত হওয়া আরও ৯ নেতার স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ যাচাই-বাছাই, ব্যাখ্যা গ্রহণ এবং দলীয় সিদ্ধান্তের পর তাদের ওপর আরোপিত পদক্ষেপ তুলে নেওয়া হয়েছে। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন বরিশাল উত্তর জেলাধীন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ-সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং বরিশাল মহানগরের অন্তর্গত ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদ।
দলীয় সূত্র জানায়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড, নেতৃত্বের নির্দেশ অমান্য, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দায়িত্ব পালনে গাফিলতির কারণে তাদের পদ স্থগিত করা হয়েছিল। স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমে বিভাজন ও গ্রুপিং বিরোধ সৃষ্টি করার অভিযোগও ছিল। পরবর্তীতে ব্যাখ্যা, আবেদন ও যাচাই-বাছাই শেষে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বরিশাল বিএনপির সিনিয়র নেতারা ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ সকল নেতা কর্মীর পদ ফিরিয়ে দেয়ায় সাংগঠনিক ঐক্য সুদৃঢ় হবে। মাঠে নেতাকর্মীদের সক্রিয়তা বাড়বে তেমন ভাবে বরিশাল অঞ্চলে দলীয় কার্যক্রমের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তারা আরো বলেন, ভবিষ্যৎ নির্বাচন ও আন্দোলনে অনেকটা সহায়ক হবে। এ ছাড়াও পুনর্বহাল নেতাদের মাধ্যমে দলের অভ্যন্তরীণ সম্পর্ক সুসংহত হবে। দলের নির্দেশে পুনর্বহাল নেতারা এখন থেকে সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেবেন। বরিশাল অঞ্চলের নেতৃত্ব মনে করছে, এ সিদ্ধান্তের ফলে দল আরও শক্তিশালী এবং কার্যকরভাবে মাঠে উপস্থিত হতে পারবে।

আপনার মতামত লিখুন
Array