মৃত মানুষ যেভাবে ফিরে আসে না, হাসিনাও রাজনীতিতে ফিরবেন না: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেছেন, অতীতের শাসন ব্যর্থতার কারণে শেখ হাসিনার আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। তার ভাষায়, যেমন মৃতদেহ কবর থেকে ফিরে আসে না, তেমনি শেখ হাসিনাও আর রাজনৈতিক অঙ্গনে ফিরবেন না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুর মধ্যবাজারে খেলাফত মজলিশ আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আবদুল হান্নান। স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।
বক্তৃতায় মামুনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য নষ্ট করে শেখ হাসিনা দেশত্যাগ করেছেন। তিনি বলেন, “ছেলে-মেয়ে ও আপনজনদের নিয়ে যা নেওয়ার ছিল, সব নিয়ে অন্য দেশে চলে গেছেন তিনি। এখন তার দেশে ফেরার কল্পনা করাটাই বৃথা।”
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় নিহত তরুণদের হত্যার দায়ে জড়িত দলীয় ক্যাডারদের পরিত্যাগ করলে আওয়ামী লীগ নেতারা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। তার বক্তব্য, “যারা দেশপ্রেমিক, তারা ন্যায়ভিত্তিক রাজনৈতিক শক্তির সাথে এক হয়ে দেশের ভবিষ্যৎ গঠনে কাজ করুন।”
জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করে মামুনুল বলেন,
“ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিল, আমরা কি তাদের ভুলে যেতে পারি? তাদের ত্যাগের প্রতি অবিচার করা যাবে না। তাই আমরা বলেই আসছি, নতুন বাংলাদেশ নির্মাণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা অপরিহার্য।”
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

আপনার মতামত লিখুন
Array