খুঁজুন
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক, ১৪৩২

বরিশাল জেলা সমিতি ইতালির সভাপতি স্বপন, সম্পাদক ইলিয়াস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
বরিশাল জেলা সমিতি ইতালির সভাপতি স্বপন, সম্পাদক ইলিয়াস

বরিশাল জেলা সমিতি ইতালির নবগঠিত কমিটির সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক নির্বাচিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় এক প্রাণবন্ত আনন্দ মেলার আয়োজন করা হয়।

সম্প্রতি রোমের মনোরম ইউর পার্কে এই আয়োজনে মিলিত হন প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন নেতাসহ অসংখ্য নারী-পুরুষ ও শিশু। রঙিন পোশাক, হাসি-আনন্দ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। বাহারি খাবারের সমৃদ্ধ আয়োজন প্রবাসীদের আনন্দে নতুন মাত্রা যোগ করে। দুপুরের ভূরিভোজ শেষে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য ও আলোচনার পর্ব।

বক্তারা বরিশাল জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন। এ সময় বরিশালের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবর শিকদার মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আনিসুজ্জামান, নাসিম আহমেদ, আমিনুল ইসলাম বাতেন, সুমন হক ভূঁইয়া, মামুন খান, সরোয়ার সরদার, মোহাম্মদ জসিম, সাইদুর হাওলাদার। আলমগীর জমাদার, মনিরুজ্জামান, আজম শিকদার, কবির ঘরামি।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, ঢাকা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইশহাক, ৮নং কমুনের উপদেষ্টা মো. কবির হোসেনসহ আরও অনেকে।

সবশেষে আয়োজনটি রূপ নেয় প্রবাসী বরিশালবাসীর এক অনন্য মিলনমেলায়, যেখানে ছিল বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর প্রবাস জীবনের অকৃত্রিম ভালোবাসা।

 

তাহেরের নেতৃত্বে যমুনায় জামায়াতের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
তাহেরের নেতৃত্বে যমুনায় জামায়াতের প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে দলটি যমুনায় পৌঁছায়।

জামায়াত জানিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে দলের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় গেছে।

বৈঠকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ থাকবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড গতকাল বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার অফিসার ও ফোর্সদের সার্বিক শৃঙ্খলা, পোশাক পরিচ্ছদ (ড্রেসরুলস) ও কুচকাওয়াজ প্রদর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “শৃঙ্খলা ও পেশাদারিত্ব পুলিশের মূল ভিত্তি। দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শারীরিক অনুশীলন, খেলাধুলা ও প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে ফিটনেস ও মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে। তিনি অফিসার ও ফোর্সদের প্রতি পেশাদার আচরণ, নাগরিকবান্ধব সেবা প্রদান এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার নির্দেশনা দেন।

এছাড়া নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের মাধ্যমে মনোবল ও দলীয় চেতনা আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। প্যারেডে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

সাগরে মাছ শিকার: ৬টি ট্রলার জব্দসহ ১০৪ জন আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
সাগরে মাছ শিকার: ৬টি ট্রলার জব্দসহ ১০৪ জন আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ছয়টি ফিশিং ট্রলার জব্দসহ ১০৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত সোমবার গভীর সাগর থেকে আটক জেলেদের গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ মাছ আহরণের সময় টহলরত নৌবাহিনী গত সোমবার বিকেলে ছয়টি ফিশিং ট্রলার জব্দ করে। জব্দ ট্রলারগুলোতে ১০৪ জন জেলে ছিলেন। এই জেলেরা মূলত বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিরপুর এলাকার বাসিন্দা।

এ ছাড়া ট্রলারগুলোতে আনুমানিক ৫ টন মাছ পাওয়া গেছে, যার বেশির ভাগই ইলিশ। মৎস্য কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। আটক জেলেদের ছেড়ে দেওয়া হবে, তবে ট্রলারমালিকদের আর্থিক জরিমানা করা হবে।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষা ও প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে সাগর-নদীতে মাছ শিকার না করতে ২২ দিনের (৪ থেকে ২৫ অক্টোবর) নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়ায় এ জেলেদের নৌবাহিনী আটক করে।