খুঁজুন
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ, ১৪৩২

বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে দুই ভুয়া সাংবাদিক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে  দুই ভুয়া সাংবাদিক আটক

 আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর  বরিশালে ভুয়া সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইল ও চাঁদা আদায়ের অভিযোগে দুই যুবক—মোঃ মামুন রেদোয়ান (পিতা: হাকিম আলী, ভাটার খাল) ও জাহাঙ্গীর মোল্লা (পিতা: সালাম মোল্লা, পলাশপুর)—কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে ১৫–২০ জনের একটি চক্র সাংবাদিক পরিচয়ে শহরের বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করে আসছিল।

 

সম্প্রতি এদের কাছে ব্লাকমেইলের শিকার হন হাসপাতাল রোডের খন্দকার ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ লিয়াকত আলী খন্দকার। তিনি জানান, চলতি মাসের ৬ ডিসেম্বর মামুন রেদোয়ান সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে দেখা করতে বলেন এবং দাবি করেন যে কাশিপুর এলাকায় এক নারীর সঙ্গে তার ‘গোপন ভিডিও’ রয়েছে।

 

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করা হয়। লিয়াকত আলী এ অভিযোগ অস্বীকার করে মামুন রেদোয়ানকে দোকানে এসে প্রমাণ দেখাতে বলেন। ৭ ডিসেম্বর সে দোকানে এলেও কোনো ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হয়। এরপরে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরদিন আবার ফোনে ৮০ হাজার টাকা দাবি করে হুমকি দেওয়া হয়।

 

এ ঘটনা স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও প্রকৃত সাংবাদিকদের জানানো হলে তারা ৯ ডিসেম্বর সকাল ১১টায় দোকানে অবস্থান নেন। নির্ধারিত সময়ে মামুন রেদোয়ান ও জাহাঙ্গীর মোল্লা এলে স্থানীয় জনতা দুজনকে আটক করে গণধোলাই দেয়। চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পরে দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।।

 

এ সময় উপস্থিত হাওয়া বেগম নামের আরেক ভুক্তভোগী জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর মামুন রেদোয়ান তাকে ও তার মেয়েকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দুই লক্ষ টাকার সোনার গয়না নিয়ে যায়। তিনি বলেন, “আমার সর্বস্ব লুটে নিয়েছে তারা। আরও অনেক মানুষ প্রতারিত হয়েছে—আমরা বিচার চাই।” মোঃ লিয়াকত আলী বলেন, “আমি বয়স্ক মানুষ, দোকান চালিয়ে সংসার চালাই । আমার সঙ্গে যে প্রতারণা হয়েছে তার কঠোর বিচার চাই। তাই আমি ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছি। আশাকরি, সঠিক বিচার পাবো। ”

 

অপসাংবাদিকতা দমনে বরিশালের ১৫টি সাংবাদিক সংগঠনের সমন্বিত জোটের মুখপাত্র ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ খালিদ সাইফুল্লাহ বলেন,“বরিশালে একটি চক্র সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপরাধ করছে। এতে প্রকৃত সাংবাদিকতার সুনামহানি হচ্ছে। আগেও দুজন ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে—আজও দুইজন ধরা পড়েছে। রিমান্ডে নিলে পুরো চক্রের তথ্য বেরিয়ে আসবে।”

 

৩৫টি পেশাদার সাংবাদিক সংগঠনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বলেন, “সাংবাদিক পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম চলতে দেওয়া হবে না। সবার সহযোগিতায় এই চক্রকে নির্মূল করা হবে।”

 

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন–উল–ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ ওসমান হাদি বেঁচে থাকবেন স্মৃতি, সাহস ও সংগ্রামে

মজিবর রহমান নাহিদ :
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ
শহীদ ওসমান হাদি বেঁচে থাকবেন স্মৃতি, সাহস ও সংগ্রামে

বৃহত্তর বরিশালের কৃতি সন্তান শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যু যেনো ব্যক্তিগত শোকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে একটি জাতীয় বেদনায়—যে বেদনা উচ্চকণ্ঠে নয়, বরং নীরবে কাঁদে। এই নীরব কান্না দেশের কোটির মানুষের, যারা স্বপ্ন দেখেছিল একটি ন্যায্য, মানবিক ও দায়বদ্ধ সমাজের।

 

শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি যে স্বপ্ন ধারণ করেছিলেন, তা কেবল নিজের উন্নয়ন ঘিরে ছিল না—ছিল সমাজ, রাষ্ট্র ও মানুষের সম্মিলিত মুক্তির আকাঙ্ক্ষা। তরুণ বয়সেই তিনি নিজেকে যুক্ত করেন ন্যায়, অধিকার ও পরিবর্তনের সংগ্রামে। তাঁর কণ্ঠ ছিল প্রতিবাদী, কিন্তু দায়িত্বশীল; দৃঢ়, কিন্তু মানবিক। সে কারণেই অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন তরুণদের আস্থার প্রতীক।

 

হাদির মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—এই সমাজে সত্য ও প্রতিবাদের পথ কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের জীবন কতটা অনিরাপদ—এই প্রশ্ন আজ নতুন করে সামনে এসেছে। তাঁর চলে যাওয়া কেবল একটি প্রাণহানি নয়; এটি সম্ভাবনার অপমৃত্যু, একটি প্রজন্মের স্বপ্নে গভীর ক্ষত।

 

এই মৃত্যু দেশের রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই প্রতিক্রিয়ার ঢেউ তুলেছে। মানুষ ক্ষুব্ধ, শোকাহত এবং প্রশ্নবিদ্ধ। কিন্তু সবচেয়ে গভীর অনুভূতিটা প্রকাশ পাচ্ছে নীরবতায়। সেই নীরবতা আমাদের বলে দেয়—এটি কোনো সাধারণ ঘটনা নয়; এটি রাষ্ট্র, সমাজ ও আমাদের সম্মিলিত বিবেকের সামনে দাঁড় করানো এক কঠিন প্রশ্ন।

আজ হাদির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে একটি দায়িত্বও উচ্চারিত হয়। দায়িত্ব—সত্যকে আড়াল না করার, বিচারকে বিলম্বিত না করার, এবং এমন একটি পরিবেশ গড়ে তোলার যেখানে আর কোনো তরুণকে স্বপ্ন দেখার অপরাধে প্রাণ দিতে না হয়।

শরিফ ওসমান বিন হাদি আজ নেই, কিন্তু তাঁর চিন্তা, সাহস ও আদর্শ মুছে যায়নি। ওসমান হাদি ছিলেন-আছেন এবং থাকবেন প্রতিটি মানুষের হৃদয়ে।

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন, শনিবার বিভিন্ন দেশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজ থেকে দুই মাস পরে রমজান শুরু হতে পারে। শনিবার (২০ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, অধিকাংশ ইসলামি দেশে আজ ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। রজব হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস এবং ইসলামের ৪টি পবিত্র মাসের একটি। রজব মাস শুরু হওয়া মানেই রমজানের আগে শেষ ধাপে প্রবেশ।

রোববার (২১ ডিসেম্বর) যদি রজব মাস শুরু হয় এবং রজব ও শাবান মাস স্বাভাবিকভাবে ২৯ বা ৩০ দিন করে হয়, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে সে সময়ের সরকারি চাঁদ দেখার ঘোষণার ওপর।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানান, শনিবার স্থানীয় সময় ভোর ১টা ৪৩ মিনিটে চাঁদের কেন্দ্রীয় সংযোগ ঘটবে। সূর্যাস্তের পর চাঁদের দৃশ্যমানতা অঞ্চলভেদে ভিন্ন হবে।

কোথায় চাঁদ দেখা যেতে পারে

ওদেহর মতে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকায় টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা সীমিত থাকবে মূলত পশ্চিম দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এই কারণে ইসলামি বিশ্বের কিছু অঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হওয়ায় অনেক সরকারি ক্যালেন্ডারে আগেই রোববারকে রজব মাসের প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস থাকা সত্ত্বেও, প্রতিটি দেশে ধর্মীয় কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইকৃত চাঁদ দেখার প্রতিবেদন অনুযায়ীই রজব মাসের আনুষ্ঠানিক শুরু ঘোষণা করা হবে বলে জোর দেন ওদেহ।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, শনিবার সন্ধ্যায় বহু আরব ও ইসলামি রাজধানীতে টেলিস্কোপ বা খালি চোখ—কোনো উপায়েই চাঁদ দেখা সম্ভব হবে না।

জাকার্তায় সূর্যাস্তের ১৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে, তখন চাঁদের বয়স হবে ১১ ঘণ্টা ১৬ মিনিট। আবুধাবিতে সূর্যাস্তের ১০ মিনিট পর চাঁদ অস্ত যাবে। রিয়াদে ১১ মিনিট পর, আম্মানে ৮ মিনিট পর, কায়রোতে ১০ মিনিট পর এবং রাবাতে ১২ মিনিট পর চাঁদ অস্ত যাবে। এসব এলাকায় চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান ওদেহ।

ওদেহ আরও বলেন, উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করলে তাত্ত্বিকভাবে ইসলামি বিশ্বের বড় অংশে চাঁদ শনাক্ত করা সম্ভব। তবে এসব পদ্ধতি ধর্মীয়ভাবে বিতর্কিত এবং অনেক দেশই চাঁদ ঘোষণার ক্ষেত্রে সেগুলো গ্রহণ করে না।

তিনি জানান, খালি চোখে চাঁদ দেখার ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ের রেকর্ড হলো সূর্যাস্তের ২৯ মিনিট পর, আর সবচেয়ে কম বয়সী দৃশ্যমান চাঁদের রেকর্ড ১৫ ঘণ্টা ৩৩ মিনিট।

ওসমান হাদির হত্যার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
ওসমান হাদির হত্যার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন তুর্ক।বিবৃতিতে তুর্ক বলেন, হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

 

ভলকার তুর্ক আরো বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।