বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলায় যুবদল নেতা রনি মৃধা আটক

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন যুবদল নেতা রনি মৃধাকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক ছিলেন বলে জানা গেছে (৩০১/২০২৫- এয়ারপোর্ট) ।
বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে গত ২৬ আগষ্ট জামিন চাইলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কার্যক্রম শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার বাদী’র স্বামী সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছে।
মামলার অন্যান্য বিবাদীরা হলেন- মাহফুজ মৃধা, সুজন মৃধা, ও পারভেজ মৃধা।
বাদীর স্বামী সাইদুল ইসলামের দাবী- মামলার আসামী সুজন মৃধা, পারভেজ মৃধা, জামিন নিয়ে নিজেদেরকে বীরপুরুষ মনে করে দাপিয়ে বেড়ায়।
সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন- আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে চাদাঁবাজি ও হুমকি-ধামকি সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তবুও তারা সবসময় সংঘবদ্ধ চক্রে ঘুরে বেরান। আমি সহ এলাকাবাসী আসামীদের সঠিক বিচার দাবী করছি।
আপনার মতামত লিখুন
Array