পুলিশ প্রশাসনে ৩৮ জনকে বদলির আদেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কাশিপুর বাজার এলাকায় এই কার্যক্রমের আয়োজন করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুব নেতা মোঃ কাজী সজল।
স্থানীয় দরিদ্র, ভাসমান ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন কাজী সজল ও তার সহযোদ্ধারা। শীতের শুরুতেই এমন উদ্যোগে জনসাধারণের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
এ সময় মোঃ কাজী সজল বলেন, “তারেক রহমান দেশে না থাকলেও জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা থেকেই আমরা এমন সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”
তিনি আরও জানান, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। তারা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও দলের নেতাকর্মীরা ভূমিকা রেখে চলেছে।
কাশিপুর বাজার এলাকায় শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ছিল খুশির ঝিলিক। শীতের দিনে এই সহায়তা তাদের জন্য বড় উপহার বলে জানান তারা।
বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ গড়িয়ারপাড় এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনার মূল ধারনাগুলো জনসাধারণের কাছে ব্যাখ্যা করেন।
সরোয়ার বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও মানুষের অধিকার সুরক্ষিত রাষ্ট্রে পরিণত করতে ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে সরোয়ারের সাথে ছিলেন ৩০ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সজীব বেগ মিসাদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী নিজাম উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, জনগণের সাথে বিএনপির সরাসরি সম্পৃক্ততা বাড়াতে এবং রাষ্ট্র সংস্কারের এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসী সরোয়ারের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী প্রচারণার পাশাপাশি জনগণের মতামত ও প্রত্যাশা বোঝার এই উদ্যোগ প্রয়োজন ছিল অনেক আগেই।
আপনার মতামত লিখুন
Array