খুঁজুন
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

ধর্মঘটের ডাক

খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ৭ জেলার ১০টি আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে ধর্মঘটের আহ্বান জানানো হয়।

মালিক সমিতির পক্ষ থেকে রুপসা বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্ৰ, নছিমনসহ সব ধরনের থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে একাধিকবার প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা হয়নি।

তিনি বলেন, আমাদের তিন দফা দাবি তারা মেনে না নেওয়ায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিভাগের ৭টি জেলার ১০টি বাস মালিক সমিতির পক্ষ থেকে ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগে ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।

তিন দফা দাবির মধ্যে রয়েছে- সরকারী অনুমোদন ব্যতীত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ী বন্ধ করা। বিআরটিসির পথে থাকা সব কাউন্টার অপসারণ, সরকারি নীতিমালা অনুযায়ী বিআরটিসি ও কাউন্টার চলাচল ক্ষেত্রে জেলার স্ব-স্ব মালিক সমিতি বিআরটিসি শৃঙ্খলা মোতাবেক পরিচালনা করবে। ইজিবাইক, মাহিন্দ্র সহ সব ধরনের থ্রি হুইলার জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক বাদে পার্শ্ববর্তী সড়কে চলাচল করতে হবে। দূরপাল্লা নামধারী পরিবহন জেলা টার্মিনাল থেকে চলাচল করিবে।

এসময় উপস্থিত ছিলেন- বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সাধারণ সম্পাদক সরদার জসীমসহ মালিক সমিতির সদস্যসহ অন্য জেলার নেতারা।

তারেক রহমানের জন্মদিনে বরিশালে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ
তারেক রহমানের জন্মদিনে বরিশালে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কাশিপুর বাজার এলাকায় এই কার্যক্রমের আয়োজন করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুব নেতা মোঃ কাজী সজল।

স্থানীয় দরিদ্র, ভাসমান ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন কাজী সজল ও তার সহযোদ্ধারা। শীতের শুরুতেই এমন উদ্যোগে জনসাধারণের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

এ সময় মোঃ কাজী সজল বলেন, “তারেক রহমান দেশে না থাকলেও জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা থেকেই আমরা এমন সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”

তিনি আরও জানান, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। তারা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও দলের নেতাকর্মীরা ভূমিকা রেখে চলেছে।

কাশিপুর বাজার এলাকায় শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ছিল খুশির ঝিলিক। শীতের দিনে এই সহায়তা তাদের জন্য বড় উপহার বলে জানান তারা।

মজিবুর রহমান সরোয়ার এর নেতৃত্বে গড়িয়ারপাড়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ
মজিবুর রহমান সরোয়ার এর নেতৃত্বে গড়িয়ারপাড়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ গড়িয়ারপাড় এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনার মূল ধারনাগুলো জনসাধারণের কাছে ব্যাখ্যা করেন।

সরোয়ার বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও মানুষের অধিকার সুরক্ষিত রাষ্ট্রে পরিণত করতে ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে সরোয়ারের সাথে ছিলেন ৩০ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সজীব বেগ মিসাদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী নিজাম উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, জনগণের সাথে বিএনপির সরাসরি সম্পৃক্ততা বাড়াতে এবং রাষ্ট্র সংস্কারের এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসী সরোয়ারের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী প্রচারণার পাশাপাশি জনগণের মতামত ও প্রত্যাশা বোঝার এই উদ্যোগ প্রয়োজন ছিল অনেক আগেই।

বাবুগঞ্জে মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

বাবুগঞ্জ প্রতিনিধি ‍॥
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ
বাবুগঞ্জে মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত
বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী। তার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে রয়েছে।
এছাড়া আহত আটজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ এবং হত্যাকাণ্ড ঘটেছে।