খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ৩০ নং ওয়ার্ড বিএনপির দোয়া মোনাজাত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বরিশাল মহানগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওয়ার্ডের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতা-কর্মীরা খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন। উক্ত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সজীব বেগ মিসাদ, সাবেক সদস্য সচিব সবুজ মুন্সি ও সাবেক সাধারণ সম্পাদক কাজী নিজাম উদ্দিন সহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। জন্মদিনে জাতীয় এই নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়।
আপনার মতামত লিখুন
Array