বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড গতকাল বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার অফিসার ও ফোর্সদের সার্বিক শৃঙ্খলা, পোশাক পরিচ্ছদ (ড্রেসরুলস) ও কুচকাওয়াজ প্রদর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “শৃঙ্খলা ও পেশাদারিত্ব পুলিশের মূল ভিত্তি। দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শারীরিক অনুশীলন, খেলাধুলা ও প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে ফিটনেস ও মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে। তিনি অফিসার ও ফোর্সদের প্রতি পেশাদার আচরণ, নাগরিকবান্ধব সেবা প্রদান এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার নির্দেশনা দেন।
এছাড়া নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের মাধ্যমে মনোবল ও দলীয় চেতনা আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। প্যারেডে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।




আপনার মতামত লিখুন
Array