বরিশালে বিষ দিয়ে মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য

রাসেল হোসেন:
প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৭:৫৬ অপরাহ্ণ

 

 

  • # প্রয়োজনীয় অনেক জলজ প্রানী ও উদ্ভিদ মারা যায়

  • # বিষ দিয়ে শিকার মাছ খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে

 

বরিশালের বিভিন্ন নদী, খাল, বিল ও জলাশয়ে অসাধু চক্র বিষ দিয়ে মাছ শিকার করছে। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। গত এক মাসে বরিশাল সদর উপজেলার চরকাউয়া, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, উজিরপুর উপজেলার গুঠিয়ায় একাধিকবার বিষ দিয়ে মাছ শিকারের ঘটনা ঘটেছে।  কীটনাশক প্রয়োগের ফলে শুধু মাছ নয়,   ব্যাঙ, শামুক, কাঁকড়াসহ পুরো জলজ পরিবেশ হুমকিতে রয়েছে।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলা, মুলাদী, বাকেরগঞ্জ,বাবুগঞ্জ, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিলে রাতে বিষ দিয়ে মাছ শিকার করছে অসাধু চক্রগুলো। কিছু জেলেরা রাতের বেলা প্রান্তিক এলাকায় গিয়ে নদীর একটি বিশেষ স্থানের পানিতে বিষ মিশিয়ে দেয়। ১ থেকে দু ঘণ্টা পর মাছেরা অসুস্থ হয়ে পড়ে। অনেক মাছ মারাও যায়। মাছেরা অসুস্থ হয়ে পানিতে ভেসে বেড়ায়। এ সময় জাল দিয়ে অসুস্থ এবং মৃত মাছগুলোকে তুলে আনেন তারা। এই বিষ কয়েক কিলোমিটার জুড়ে নদ নদীর পানিতে মিশে যায়।  এতে নদ নদীর মাছ সহ জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বিষ ঢুকছে  মানুষের খাদ্যশৃঙ্খলেও । বিষ দিয়ে শিকার মাছ খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে ।

 

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বিষ দিয়ে পানি বিষাক্ত করে শিকার করা মাছ খেলে মানুষের পেটের পীড়াসহ কিডনি ও লিভারে জটিলতা দেখা দিতে পারে। বিষ দিয়ে শিকার মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ না হলে জলজ প্রাণবৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং খাদ্য নিরাপত্তার ওপরও প্রভাব পড়বে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. জামাল উদ্দিন বলেন,   বীষ প্রয়োগ পরিবেশের উপর সরাসরা আঘাত হানে। পরিবেশকে বিষাক্ত করে তুলে। এটি টক্সিক পদার্থ। এতে শুধু মাছ মারা যায় না, প্রয়োজনীয় অনেক জলজ প্রানী ও উদ্ভিদ মারা যায়। পানির গুনাগুন নষ্ট হয়। এই পানি চাষের জন্য ব্যবহার করলে ফসলের ক্ষতি হতে পারে। তাছাড়া বিষ বাতাসের সাথে মিশে বয়স্করা শ্বাসককষ্টসহ নানা রোগে আক্রান্ত হতে পারে।

 

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকারের তথ্য আমার জানা নেই। সুনিদিষ্ট  অভিযোগ বা তথ্য পেলে অবশ্যই মৎস সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন