মাঠেই অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ । ৭:১৭ অপরাহ্ণ

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগীয় দলের ফিজিও  হাসান আহমেদ (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

বরিশালের ক্রিকেটার মঈন খান গণমাধ্যমকে জানিয়েছেন, সহকর্মীদের তাৎক্ষণিক শুশ্রুষার পর তাকে খুলনার আদ্–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ সুবিধাসম্পন্ন অন্য একটি হাসপাতালে স্থানান্তরের পথে বেলা ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ তিনি।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের ফিজিও হিসেবে কাজ করেছেন হাসান। এ ছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিয়েশন ফর ট্রমা সেন্টারে ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি। শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ দল। খেলার শুরুতে পালন করা হবে এক মিনিট নীরবতা, একইভাবে এনসিএলের চতুর্থ দিনেও তাঁকে শ্রদ্ধা জানানো হবে।

এর আগে জাতীয় লিগের প্রথম দিন ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়েন বরিশালেরই ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি ব্যাটার। পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও হাসপাতালে নেওয়া লাগেনি তাকে। তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন