-
# মেঘনায় অধিকাংশ জেলে দেশীয় অস্ত্রসহ ইলিশ শিকার করেছে
-
# আভিযানিক দলের সাথে সংঘর্ষও হয় বেশি, আহত হয়েছে শতাধিক
মা ইলিশ রক্ষায় বরিশাল বিভাগে বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ অভিযান পরিচালানা করেছে প্রশাসন । আবার চলতি মৌসুমের নিষেধাজ্ঞার সময়ে অতীতের যেকোন সময়ের থেকে আভিযানিক দলের উপর হামলাও বেশি হয়েছে। জেলেদের সঙ্গে আভিযানিক দলের অর্ধশত সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ইলিশের হটস্পট মেঘনাতেই ঘটে ২০ টি সংঘর্ষ। মেঘনা নদীতে অধিকাংশ জেলেই দেশীয় অস্ত্রসাথে নিয়ে ইলিশ শিকার করছেন।
পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ টিম অভিযান পরিচালনা করেছে। এছাড়া প্রথমবারের মত সেনাবাহিনীও অভিযান পরিচালনা করে। এবারের অভিযানে চার বছরের মধ্যে সর্বোচ্চ বেশি সংখ্যাক জেলেদের কারাদণ্ড দেয়া হয়েছে।
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২২ দিনে এবার বরিশাল বিভাগে তিন হাজার ৫৩১টি অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞার সময়ে ২০২৪ সালে তিন হাজার ৩৯৪টি ,২০২৩ সালে ২ হাজার ৮৩৭টি ও ২০২২ সালে ২ হাজার ৮৬৫টি অভিযান পরিচালনা করা হয়েছিল।
এবারের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে এক হাজার ৬৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৯৩ জেলের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালে বরিশাল বিভাগে এক হাজার ৬১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৮১ জেলে, ২০২৩ সালে ১ হাজার ১৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০৮ জেলে ও ২০২২ সালে ৮৩২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭১৬ জন জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছিল।
এছাড়া এবারের নিষেধাজ্ঞা সবথেকে বেশি এক কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
২০২৪ সালের নিষেধাজ্ঞার সময়ে ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৮০০ মিটার ও ২০২৩ সালের নিষেধাজ্ঞার সময়ে ৫২ লাখ ৬৩ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছিল।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, এবারের নিষেধাজ্ঞা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলাদ আলাদা টিম গঠন করে অভিযান পরিচালনা করি। যাতে সফল হওয়া যায়। বিভিন্নরকম বাধা বিপত্তি উপেক্ষা মা ইলিশ নিধনে প্রতিরোধ করেছি। আমরা এবার বেশি অভিযানপরিচালনা করেছি তাই বেশি সংখ্যক জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজেদুল হক বলেন, এবারে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সঙ্গে আভিযানিক দলের সংঘর্ষ ছিল উদ্বেগজনক। ইলিশের উৎপাদন বাড়াতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। জেলেদের প্রনোদনা বাড়াতে হবে। জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে মা ইলিশ রক্ষা হলে ইলিশের উৎপাদন বাড়বে তখন তারা বেশি পরিমানে ইলিশ শিকার করতে পারবে।

রাসেল হোসেন :
প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ । ৬:২২ অপরাহ্ণ