সক্ষমতা বাড়াতে পাড়ছে না বরিশাল ফায়ার সার্ভিস

সৈয়দ বাবু
প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ৬:৫৩ অপরাহ্ণ
  • #যন্ত্রপাতি পুরনো

  • #জনবল সংকট

  • #ঝুঁকিতে নগরবাসী

 

 

বরিশাল নগরীতে একের পর এক গড়ে উঠছে উচ্চ ভবন, কিন্তু অগ্নিনির্বাপণে ব্যবহৃত সরঞ্জাম ও জনবল এখনো সেই পুরোনো কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। বরিশাল ফায়ার সার্ভিসের সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বরিশাল সদরসহ পুরো জেলায় বর্তমানে ১০টি স্টেশন রয়েছে।

তবে এসব স্টেশনে প্রয়োজনের তুলনায় অন্তত ৩০ শতাংশ কর্মী সংকট রয়েছে। উদ্ধারকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির বেশির ভাগই পুরনো ও অচল। তবে সম্প্রতি সময়ে বরিশালের দশ স্টেশনের জন্য মাত্র দুই টি স্কাই ল্যাডার ট্রাক সংযোজন করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এ ছাড়াও বরিশালে বর্তমানে প্রায় অর্ধ শতাধিক ১০তলার বেশী উচু ভবন রয়েছে। এর বেশ কয়েকটিতেই নেই আলাদা ভাবে ফায়ার সিড়ি। যে ভবন গুলোতে ফায়ার সিড়ি আছে সে গুলোতেও নেই নিয়মিত মহরা। যার ফলে ভবনগুলোতে আগুন লাগলে রয়েছে অগনিত মানুষের মৃত্যুঝুঁকি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল সদর দপ্তরের একটি টার্নটেবল ল্যাডার (উচু ভবনের আগুন নেভানোর মই) দীর্ঘদিন ধরে অচল অবস্থায় আছে। অন্যদিকে উদ্ধারকাজে ব্যবহৃত কিছু গাড়ি ১৫ বছরেরও বেশি পুরনো। শহরের অভ্যন্তরে সংকীর্ণ রাস্তা এবং পানির উৎসের ঘাটতির কারণে দ্রুত আগুন নেভানো প্রায়ই সম্ভব হয়ে ওঠে না।

ফায়ার সার্ভিস এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ঝুঁকি নিয়েই কাজ করি। আধুনিক সরঞ্জাম না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। অন্যদিকে নগরীর অনেক ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। ফায়ার সার্ভিসের পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ বাণিজ্যিক ভবনে জরুরি নির্গমন পথ, ফায়ার অ্যালার্ম বা অগ্নিনির্বাপক যন্ত্র নেই। ফলে আগুন লাগলে হতাহতের আশঙ্কা রয়েই গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন,“আমরা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছি। নতুন যন্ত্রপাতি ও প্রশিক্ষণ কর্মসূচির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে আমাদের দশ স্টেশনের জন্য ২টি আধুনিক স্কাই ল্যাডার ট্রাক দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, বরিশালের ভবন মালিকদের আরো সচেতন হতে হবে। আগুন লাগলে কি ভাবে বাচতে হবে সে বিষয়ে নিয়মিত মহড়া দিতে হবে। এছাড়াও বরিশালে আগুন নির্বাপকের সরঞ্জাম পাওয়া মুশকিল। তেমন ভালো কোন দোকানও নেই। সে দিকটাও লক্ষ করা উচিৎ।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা মনে করেন, শুধু ফায়ার সার্ভিস নয়, ভবন মালিক ও নগর কর্তৃপক্ষকেও সচেতন হতে হবে। তারা বলেন, প্রতিটি ভবনে অগ্নিনির্বাপক সরঞ্জাম বাধ্যতামূলক করা হলে বড় ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন