ইস্তাম্বুলে পাকিস্তান-আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ৫:৩১ অপরাহ্ণ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শনিবার ইস্তাম্বুলে শুরু হয়েছে। ইসলামাবাদ বলছে, আফগান মাটি থেকে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একটি কার্যকর প্রক্রিয়া গড়ে তুলতেই এই সংলাপের আয়োজন করা হয়েছে।

সূত্র জানায়, ইস্তাম্বুলের এই সংলাপ গত ১৯ অক্টোবর দোহায় অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার ধারাবাহিকতা। ওই আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সীমান্ত বাণিজ্য এখনো বন্ধ রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি শুক্রবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‌‘ইস্তাম্বুল আলোচনায় আমরা এমন একটি দৃঢ় ও যাচাইযোগ্য পর্যবেক্ষণ কাঠামো গঠনের প্রত্যাশা করছি, যা আফগান মাটি থেকে পাকিস্তানের দিকে পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি কার্যকরভাবে রোধ করবে।’

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন