গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে মা ইলিশ সংরক্ষণ অভিযান। অভিযানে জেলেদের হামলা ঠেকাতে বরিশালে প্রথমবারের মতো জলকামান ব্যবহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে জেলেদের হামলা ঠেকাতে এ অভিনব পদ্ধতি গ্রহণ করেছে প্রশাসন।সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে জলকামান নিয়ে অভিযান চালায় প্রশাসন।
জানা গেছে, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেরা ইট-পাটকেল নিক্ষেপ, বাঁশ দিয়ে আঘাত ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রশাসনের অভিযান কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং হামলার শিকার হচ্ছেন মৎস্য কর্মকর্তাসহ কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতিতে জেলেদের হামলা প্রতিহত করতে ও অভিযানকে নিরাপদ ও কার্যকর রাখতে জলকামান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, অবৈধভাবে মা ইলিশ শিকাররোধে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কর্মীরা প্রায়ই জেলেদের হামলার মুখে পড়েন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের জলকামান ব্যবহার শুরু হয়েছে। এতে রক্তপাত বা সরাসরি সংঘর্ষ ছাড়াই জেলেদের ছত্রভঙ্গ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ । ৬:৪২ অপরাহ্ণ