মঠবাড়িয়ায় বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৬:৩২ অপরাহ্ণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (১৯ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলার বড় শৌলা গ্রামের সোনা উদ্দিনের বাড়ির সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আলম গতকাল রবিবার রাতে তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

এ সময় পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে রাজু নামে একজনকে আটক করে।

স্থানীয়রা জানান, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনার দিন রাতেই হত্যাকাণ্ডে জড়িত রাজু (২৫)-সহ ৩ জনকে আটক করে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হোসেন বলেন, ‘বকেয়া পাওনা টাকা চাওয়ার জন্য আমার সামনেই অনেকবার আমার বাবার সঙ্গে তাদের ঝগড়া হয়েছে। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর আব্দুল হালিম তালুকদার বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছোট ছেলে সরোয়ার হোসেন বাদী হয়ে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।’

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন