পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মো. আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকাটা গ্রামে ওই যুবক গ্রামবাসীর পিটুনির শিকার হন। পরে তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলী উপজেলার শিয়ালকাঠি গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকাটা গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ওই যুবককে আটক করে পিটুনি দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হলে রাতে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন।
রাত সাড়ে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা মো. আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা করেছে বলে অভিযোগ করেন। এ ঘটনায় শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, নিহত আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান জানান, আজ সোমবার এ ঘটনায় নিহত আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৬:৩০ অপরাহ্ণ