ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় এদের কাছ থেকে ২৭ হাজার মিটার জাল ও ৫৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে তিনজনকে এক মাস করে জেল, ছয় জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অপ্রাপ্ত বয়স্ক হওয়া বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন। এ ছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করা হয়েছে।
এ সময় ২৭ হাজার মিটার জাল ও ৫৫ কেজি ইলিশ জব্দ করা করা হয়। পরে আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়েছে এবং জাল অআগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের ন্যায় ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৬:১৮ অপরাহ্ণ