বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষা অভিযানে ১৭ জেলে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৬:০৮ অপরাহ্ণ

মা ইলিশ রক্ষা অভিযানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান-এর নেতৃত্বে বোরহানউদ্দিন কাচারি খাল এলাকা থেকে ১৭ জেলেকে আটক করা হয়। ২০ আগস্ট, সোমবার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে মোবাইল কোর্টে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫)-এর সংশ্লিষ্ট ধারায় বারো (১২) জনকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে মোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অপ্রাপ্তবয়স্ক সাত (৭) জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত বিশ (২০) কেজি মা ইলিশ মাছ উপজেলার মাদরাসাতুল মদিনাহ আল অ্যারাবিয়ার লিল্লা বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত ১০,০০০ (দশ হাজার) মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন