পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের আবাসিক এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক দখল করে প্রভাবশালী মহলের সীমানা প্রাচীর নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী সেনা ক্যাম্পে অভিযোগ জানানোর পর সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে আংশিক প্রাচীর ভেঙে দেন এবং জনস্বার্থে বাকি অংশ অপসারণের নির্দেশ দেন। তবে অভিযোগ উঠেছে, সেই নির্দেশ অমান্য করে ফের সড়ক দখল করে নির্মাণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় সংক্ষুব্ধ নাগরিকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজন ফেসবুকে লেখেন:
‘মান্যবর কলাপাড়া পৌরপ্রশাসক, পৌর শহরের কলেজ রোড এলাকায় রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের পর এলাকাবাসী সেনাক্যাম্পে অভিযোগ দাখিল করেছিলেন। সেনাসদস্য উপস্থিত থেকে আংশিক ভেঙে অভিযুক্তকে বাকিটুকু সরিয়ে ফেলতে বললেও তিনি ভ্রুক্ষেপ করেননি। উপরন্তু পুনঃনির্মাণের পায়তারা চলছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে কলাপাড়া পৌর প্রশাসক ও ইউএনও মো. কাউছার হামিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি। তবে কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ‘আমরা এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। আপনার কাছ থেকে বিষয়টি শুনলাম। এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নাগরিকদের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে নির্মাণকাজ চললেও পৌর কর্তৃপক্ষের এই নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৬:০৬ অপরাহ্ণ