দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ । ৬:১৩ অপরাহ্ণ

পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের নিজাবাদ গয়নাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু সাঈদ ওই এলাকার মনির মোল্লার ছোট ছেলে।

স্বজনরা জানান, পরিবারের অগোচরে শিশু সাঈদ পুকুরে পড়ে যায়। পরে, অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবিদা নাসরিন জিতু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দশমিনা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন