বাউফল পৌর প্রশাসক জন্ম ও মৃত্যু সনদ প্রদানে প্রথম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ । ৬:১১ অপরাহ্ণ

পটুয়াখালী জেলায় জন্ম ও মৃত্যু সনদ দেওয়ায় বাউফল পৌরসভার প্রশাসক মো. আমিনুল ইসলাম প্রথম স্থান অর্জন করেছেন। রবিবার (১৯ অক্টোবর) ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এই শ্রেষ্ঠত্ব অর্জনের ক্রেস্ট তুলে দেওয়া হয় ইউএনও আমিনুল ইসলামের হাতে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, পটুয়াখালী জেলার ৫টি পৌরসভার মধ্যে মাসিক জন্ম ও মৃত্যু সনদ জনগণের দ্বারপ্রান্তে সঠিক মান উন্নত সেবার সাথে পৌঁছে দেওয়ায় বাউফল পৌরসভা প্রশাসক ইউএনও আমিনুল ইসলাম প্রথম হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এর আগে গত জুলাই মাসে আরো একবার শ্রেষ্ঠত্ব অর্জন করে এ নিয়ে বাউফল পৌরসভার প্রশাসক দ্বিতীয়বারের মতো পটুয়াখালী জেলায় জন্ম ও মৃত্যু সনদে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।

জেলার দরবার হলে জেলা প্রশাসক ড. মুহাম্মাদ সহিদ হোসেন চৌধুরী এ পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল আলম, উপ-পরিচালক মো. জুয়েল রানা প্রমুখ।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন