বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় নুসরাত জাহান নাসরিন (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আশিষ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে নুসরাতকে হাসপাতালে আনা হয়। তখনই তাকে মৃত ঘোষণা করা হয়।
আশিষ কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তার সহপাঠীরা বলছেন, ফলাফল প্রকাশের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিল। রেজাল্ট বের হওয়ার পর সে খুব চুপচাপ হয়ে গিয়েছিল।
আমরা ভাবিনি সে এমন কিছু করবে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
আমরা শুনেছি, নুসরাত সামগ্রিকভাবে ভালো ফল করেছে, কিন্তু একটি বিষয়ে ফেল করেছিল। সে চাইলে ফল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারত। এমন সিদ্ধান্ত নেওয়া খুবই দুঃখজনক।
পারিবারিক সূত্রে জানা যায়, নুসরাত বরগুনার আমতলীর বশির মৃধার মেয়ে। পড়াশোনার সুবিধার জন্য বরিশাল শহরে বড় বোন রাহাত আনোয়ার ও হাসপাতালের নার্স নাজনীন আক্তারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ৭:১৯ অপরাহ্ণ