বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে ৮ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ দল।
আজ বুধবার (১৫ অক্টোবর) রাতের এই অভিযানে বিপুল পরিমান জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ ইলিশ চারটি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আর উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার। তিনি জানান, আটকদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

হিজলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ৭:১২ অপরাহ্ণ