সরকারি সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ৬:২৩ অপরাহ্ণ

সরকারি সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিতকরণে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর বিডিএস মিলনায়তনে মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম এর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মাহামুদুল হোসাইন আল মামুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর-এর উপপরিচালক মো: আক্তারুজ্জামান তালুকদার, বরিশাল জেলা (দক্ষিণ) এর সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, নাগরিক সমাজের সভাপতি ডা. মিজানুর রহমান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত এবং জেলা যুবদল (দক্ষিণ) এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এজন্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশালের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। বক্তারা সরকারি সেবার কার্যকর বাস্তবায়নে নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন