তালতলীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৭:১৫ অপরাহ্ণ

বরগুনার তালতলীতে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার মালিপাড়া স্লুইজঘাট এলাকার সড়কে চেকপোস্টে বসিয়ে এ অভিযান চালায় তালতলী থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তাররা হলেন পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের চিহ্নিত কারবারি আবু বক্কর (২৮), তালতলী উপজেলার তাতিপাড়া গ্রামের রুবেল মৃধা (৩০) ও একই এলাকার সজল হাওলাদার (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিপাড়া স্লুইজঘাট এলাকার সড়কে চেকপোস্টে বসায় তালতলী থানা পুলিশের একটি দল।

এ সময় আটক মাদক কারবারিরা পায়ে হেঁটে চেকপোস্ট অতিক্রম করতে গেলে পুলিশের সন্দেহ হয়। ওই সময় তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের বহন করা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চেকপোস্টের দায়িত্বে থাকা তালতলী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম মল্লিক জানান, আটক কারবারিরা বিক্রির জন্য মাদকগুলো ঢাকা থেকে পরিবহনে করে তালতলীতে নিয়ে এসেছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটক ৩ কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন