মেঘনা নদীতে যৌথ অভিযানে কারেন্ট জালসহ ইলিশ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৭:১৩ অপরাহ্ণ

বরিশালের মেঘনা নদীতে যৌথ অভিযানে ২০ কেজি ইলিশ মাছ ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশের নেতৃত্বে বুধবার (১৫ অক্টোবর) অভিযানটি পরিচালিত হয়। এতে মৎস্য অধিদপ্তর হিজলা ও মেহেন্দীগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা, নৌ পুলিশ হিজলা ও কালীগঞ্জ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

নৌ পুলিশের কর্মকর্তা জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে এমন খবর পাওয়ার পর এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। যা পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ ২০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল জব্দ কার্যক্রম এভাবে অব্যাহত থাকবে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন