ভোলায় পুলিশের ওপর হামলা মামলায় যুবলীগ নেতা কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৭:১০ অপরাহ্ণ

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে মো. কবির নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ভোর রাত ৪টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৬ মার্চ উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় নিয়ন্ত্রণ করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি মামলা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, গ্রেপ্তার ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন