“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এবং সমাজসেবা অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিরা দিবসটির তাৎপর্য তুলে ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, নিরাপত্তা ও স্বাবলম্বী হওয়ার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদফতরের প্রতিনিধিসহ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৬:৪৪ অপরাহ্ণ