বরিশাল নগরীতে এক নারীর পরিচয়পত্রে অসঙ্গতি ও সন্দেহ হওয়ায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর পুল মানু মিয়ার লেন এলাকার বারেক মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই বাড়িতে থাকা রিতা বালা পরিচয় দেয়া নারী ও বাসায় আশ্রয় দেওয়া আরও তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মিরাজুর ইসলাম জানায়, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়। শোনা গিয়েছিল তিনি ভারতীয় নাগরিক, কেউ কেউ বলছে রোহিঙ্গা। রিতার ভোটার আইডি কার্ডে তথ্য সঠিক থাকলেও ছবিটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। রিতার কথাবর্তায় অসঙ্গতিও রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
রিতা জানান, তিনি মাদারিপুর এলাকার রাজৈই এলাকার বাসিন্দা। ডাক্তার দেখাতে বরিশালে এসেছেন। তার এক ভাই তাকে মকবুলের মেয়ের বাসায় রেখে গেছে।
তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন। আশ্রয় দেওয়া মকবুল হোসেন জানিয়েছেন, তার নিজের একটি খাবার হোটেলে এক ব্যক্তি রিতাকে নিয়ে আসতো। থাকার কোনো জায়গা না থাকায় তিনি তার মেয়ের বাসায় আশ্রয় দেন।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আশ্রয় দেওয়া মকবুল হোসেনের মেয়ে আসমা বেগম জানান, ওই নারী একমাস আগে তার বাবার এক পরিচিত লোকের মাধ্যমে তার বাসায় আসে। ওই নারী অসুস্থ অবস্থায় আছে। হিন্দু হলেও সে বোরখা পরে রাস্তায় চলাচল করত। তার আইডি কার্ড দেখেছি। কিন্তু আমরা তার পুরো পরিচয় জানিনা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ৬:২৬ অপরাহ্ণ