দশমিনায় শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ৭:১৫ অপরাহ্ণ

ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ন পরিবেশে শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বে-সরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০/- ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এর দাবিতে এবং নিরীহ শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আয়োজনে ও এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রাজিব মিয়ার সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলার বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, উপজেলার বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.লুৎফর রহমান, গুলি আউলিয়াপুর ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, দশমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ আবুল কালাম, ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যাক্ষ মো. সোহরাব হোসেন, এনটিআরসির শিক্ষক সমিতির সভাপতি গাজী আব্দুস ছত্তার সহ উপজেলার স্কুল মাদ্রাসা ও কলেজ শিক্ষক কর্মচারীবৃন্দ প্রমুখ।

মানববন্ধন শেষে বক্তব্যে বলেন, আমাদের দাবি অর্জন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলমান থাকাবে। আর আমাদের শিক্ষকের উপরে পুলিশ হামলা করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন