বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া এলাকায় টমটমের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সোহাগ।
আহত অপরজন হলেন সাইদুল। তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ও আহতের বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে। তবে তারা হতাহতদের বাবার নাম বলতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহাগ মারা যান। অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ৭:০২ অপরাহ্ণ