পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ৮:০৭ অপরাহ্ণ

পটুয়াখালী শহরের শশ্মানঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে পৌরসভার পিডিএস মাঠের সামনে রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; মোঃ হারুন (৩০), মনির হাওলাদার (৩২), জাহাঙ্গীর আলম (৩৬), আঃ রাজ্জাক (৩০), মোস্তফা হাওলাদার (৩৭), সুমন তালুকদার (২৫), ওয়াসিম (৩৫) ও রনি চৌকিদার (২৬)। তারা পটুয়াখালী, বরগুনা, বরিশাল, নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলার বাসিন্দা।

পুলিশের জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বড় ট্রাক (বগুরা-ট-১১-০৩৯২), লোহার কাটার, দুটি হাতুড়ি, ৮ হাজার টাকার বেশি নগদ অর্থ ও সাতটি মোবাইল ফোন।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ সাজেদুল ইসলাম সজল জানান, আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন