মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজডুবি, ১১ নাবিক উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ৬:২২ অপরাহ্ণ

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় এমভি সৌমি ইসলাম-১ নামের একটি সিমেন্ট বোঝাই জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজের ১১ জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে সাড়ে ১৮০০ বস্তা সিমেন্ট ছিল। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

জাহাজডুবির ঘটনায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মাছঘাট সংলগ্ন নদীতে জাহাজটি ডুবে গেলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টরি থেকে সাড়ে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রামগামী জাহাজ সৌমি ইসলাম-১ ভোলার দৌলতখান উপজেলার ডুবোচরে আটকা পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের একটি জাহাজ ওই জাহাজটিকে ধাক্কা দেয়।

এতে সৌম ইসলাম-১ এর তলা ফেটে জাহাজটি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ভিএইচএফ মেরিন রেডিওতে বারবার জানাচ্ছিলাম যে সামনে আমাদের জাহাজ আটকে আছে। কিন্তু এমভি টিটু-৫৪ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পরই জোরে ধাক্কা লাগে, মুহূর্তের মধ্যেই তলা ফেটে জাহাজে পানি ঢুকে যায়।

স্থানীয়দের সহায়তায় আমরা প্রাণে বাঁচলেও পুরো মালামাল ডুবে গেছে। বর্তমানে জাহাজের অর্ধেকের বেশি অংশ পানিতে তলিয়ে রয়েছে। জাহাজটি উদ্ধারে শনিবার একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে গেছে। কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের মালিকপক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন