বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাবুগঞ্জের চাঁদপাশার ময়দানের হাট এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বরিশাল জেলা যুবদল (দক্ষিণ)-এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা যুবদল (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রকিবুল হাসান খান আলাবক ও রফিকুল ইসলাম রাফিল।
এছাড়া অনুষ্ঠানে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ মানিক, যুগলুল কিবরিয়া কাওসার, যোগাযোগ সম্পাদক মাহমুদ হোসেন সুমনসহ জেলা দক্ষিণ ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মামুনুর রহমান মাসুদ রাড়ি।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ । ৭:২৬ অপরাহ্ণ