পটুয়াখালীর ফতুল্লা বাজার এলাকায় র্যাবের একটি মিনিবাস ও ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২১ জন।
আজ শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- র্যাবের মিনিবাসচালক এএসআই হালিম ও র্যাব সদস্যের দুই বছর বয়সী শিশু পিয়াম।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে র্যাবের একটি মিনিবাস সদস্যদের পরিবার নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও র্যাব ৮ এর সদস্যরা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় সিএমএইচে পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছি।’

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ । ৬:৪২ অপরাহ্ণ