মা ইলিশ সংরক্ষণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তেতুলিয়া নদীর রাঙ্গাবালী অংশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।
রাজীব দাশ পুরকায়স্থ বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। কোনোভাবেই মা ইলিশ শিকারের সুযোগ দেওয়া হবে না।” তিনি আরও জানান, অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল, বেহুন্দি জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়েছে।
অভিযানে রাঙ্গাবালী থানা পুলিশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
মা ইলিশ সংরক্ষণের এই উদ্যোগ জাতীয় মৎস্য সম্পদ রক্ষা এবং ইলিশ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রশাসন আশাবাদী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ৮:৩৯ অপরাহ্ণ